টংগিবাড়ী বেতকায় মাদক ব্যবসা বন্দের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
টঙ্গীবাড়ী প্রতিনিধি: এলাকায় চলছে বিভিন্ন মাদকের ব্যবসা, এতে আসক্ত হচ্ছে অনেক যুবক। এমনই পরিস্থিতে টংগিবাড়ী উপজেলার বেতকায় এবার মাদক ব্যবসায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে ইউনিয়নের দ্বিপাড়া সড়কে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা চলছে। এতে একদিকে এলাকার দূর্নাম হচ্ছে অন্যদিকে মাদকে জড়িয়ে পড়ছে তরুন-যুবকরা। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে স্থানীয় চালতাতলা ও আশেপাশে মাদক বিক্রি করে চলছে। এলাকার আক্তার, রাসেল, ফারুক , আলআমিন, তুষার মোল্লা, অরন্যের নেতৃত্বে ৮নং ওয়ার্ড ও পাশে ফেগুনাসার এলাকায় মাদক বিক্রি হয়। এবিষয় প্রতিবাদ করা হলে উল্টো মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্চনা সহ হুমকির স্বীকার হতে হচ্ছে।
তারা আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ধরে নেওয়ার পর আবারো ফিরে আসে মাদকব্যবসায়ীর। এবিষয়ে তাই এলাকাবাসী যথাযথ ব্যবস্থার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছেন। ব্যবস্থা না নিলে মাদকব্যবসার বিস্তারে এলাকায় হুমকিতে পরবে, বাড়বে অপরাধ।
মানববন্ধন শেষে একই দাবিতে দ্বিপাড়া কুন্ডেরবাজার সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।#