মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাসাইল পদ্মার পাড়ের চরাঞ্চলের বানারী মিয়া বাড়িতে এ বনভোজনের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আনিছুর রহমান বেপারী (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন মল্লিক, যুগ্ন আহ্বায়ক হাবিব হালদার, ১নং সদস্য মো: আসলাম সিকদার, যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, মজিবুল ইসলাম সাগর,সাইফুল ইসলাম সিকদার, সদস্য আলমগীর হোসেন মৃধা, থানা যুবদলের যুগ্ন
সাধারণ সম্পাদক লিখন,কে-শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,মালয়েশিয়া শাখা যুব দলের অর্থ বিষয়ক সম্পাদক সম্পাদক আঃহাকিম দেওয়ান,মিন্টু,রিপন ভৃইয়া, জাকির, শাখাওয়াত আলম সহ টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের প্রায় এক থেকে দেড়শ নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আনন্দ উল্লাস ও খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।