মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ জাটকা সংরক্ষণ অভিযান ২০২৫ইং উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলে, পাইকার ও আড়তদারদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকাল ৯ টায় দিঘিরপাড় মৎস্য আড়তে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,ইউপি সচিব সেলিম রেজা, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বি.এম.মনোয়ার, বাজার কমিটির সহ সভাপতি মিজান খান, ছাত্রপ্রতিনিধি আলিম, ইউপি সদস্য শফিক হাওলাদার,নজু মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।