মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
আযান-হামদ-নাত উপস্থাপনে পুরস্কার পেলো শিক্ষার্থীরা
স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। আয়োজনে পবিত্র কুরআন তেলোয়াত, আযান, হামদ-নাত সহ বিভিন্ন ইভেন্টে অংশনেয় মাদ্রাসা সহ বিভিন্ন স্কুলের ৫শতাধিক ছাত্রছাত্রী। এরমধ্যে ৩টি বিভাগে ১ম ২য় ও ৩স্থান অর্জন করে ৩৯জন শিক্ষার্থীর
রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ীদের উপস্থান ও পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট, স্মারক সহ বিভিন্ন অংকের প্রাইজ বন্ডে পুরস্কৃত করেন অতিথিরা।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এর আগে নিজনিজ উপজেলায় প্রতিযোগিতায় অংশনেয় বিজয়ীরা।
এদিকে এমন আয়োজনে উচ্ছাস প্রকাশ করছে অংশনেও শিক্ষার্থীরা। অন্যদিকে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, ইসলামীক সংস্কৃতি বিকাশে শিশু কিশোরদের শুদ্ধ চর্চার জন্যই এমন আয়োজন।